এনামুল হক সিলেট থেকেঃ সমাজের সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়নের ভূমিকা রাখায়  ফিন্যান্সিয়াল অ্যাওর্য়াড বিভাগে দেশীয় অলাভজনক ক্ষুদ্র ঋনদানকারী প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন মাইক্রোফিন্যান্স, স্বাস্থ্য ও কৃষিকাজে সহায়তার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত নারীদের সামাজিক ও র্অথনৈতিক ভাবে উন্নয়নে কাজ করে যাচ্ছে
শক্তি ফাউন্ডেশন।

র্অথনৈতিক পিরামিডের ভিত্তিস্তর বসবাসকারীদের র্আথ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য সমাজের হত দরিদ্রের জন্য ক্ষুদ্র ঋনের মাধ্যমে কাজ করছে সারা বাংলাদেশে শক্তি ফাউন্ডেশন।

এরি ধারাবাহিকতায় শক্তি ফাউন্ডেশন স্বাস্থ্য অনুদান করে গত ০৪-০৪-২০১৮ ইংরেজি তারিখে হবিগঞ্জ জেলার বানিয়াচং-০১, ব্রাঞ্চ এর শাখা কোড – ০৩৩৪ এর আওতায়, সদস্য নাম মোচ্ছা: খেলন বিবি, কেন্দ্র নং – ১৭৬, ঋনি নং – ৮০২.১ সদস্য মোচ্ছা: খেলন বিবি, তার মেয়ের হাত ভেঙ্গে যায়।
তাই তার মেয়ের হাতের চিকিৎসার জন্য শক্তি ফাউন্ডেশন স্বাস্থ্য অনুদান নগদ ৫০০০ ( পাঁচ হাজার টাকা) সদস্যের হাতে তুলে দেন বানিয়াচং-০১ শাখা কোড- ০৩৩৪ এর ব্রাঞ্চ ম্যানেজার মহোদয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে