আসাদ হোসেন রিফাত, লালমনিরহাটঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলন্দু রায় করোনা পজিটিভ রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করছন।


১৮ বছর বয়সী ওই তরুণের বাড়ি উপজলার সাপ্টিবাড়ি ইউনিয়নর পূর্ব দৈলজাড় গ্রামে।
উপজেলা প্রশাসন শুধুমাত্র আক্রান্ত ব্যক্তির বাড়িটি লকডাউন ঘোষনা করেছ। এ নিয়ে জেলায় ৩ জনের করোনা পজেটিভ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
লালমনিরহাট সিভিল সার্জন আরো জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মঙ্গলবার ১৪ জন রোগীর মধ্যে জেলায় একজনের করোনা পজেটিভ হবার রিপার্ট হাতে এসেছে। আক্রান্ত  তরুণ গাজীপুর থেকে সম্প্রতি বাড়িতে এলে তার জ্বর, সর্দিসহ করোনার যাবতীয় উপসর্গ দেখা দিলে গত ২৩ এপ্রিল তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আদিতমারী উপজলা স্বাস্থ্য বিভাগ।

আদিতমারী উপজলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশনে নেয়া হবে। এছাড়া সতর্কতামূলক আক্রান্ত ব্যক্তির বাড়িটি লকডাউনের আওতায় আনা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে