আতিকুর রহমান, লালপুর(নাটোর) প্রতিনিধি: ডিজিটাল ভিভাইসে হোয়াইট অ‍্যাপে লালপুর থানার ওসির ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে ছদ্মবেশ ধারণ করে টাকা দাবি করায় সোহেল রানা (২৭) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার(১০ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যায় উপজেলার অমৃতপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা একই এলাকার চান্দের আলীর ছেলে।

জানা যায়, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদের ফেসবুক প্রোফাইল ব্যবহার করে ওই একই এলাকার জেহের আলীর ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে টাকা দাবি করা হয়। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী লালপুর থানার ওসিকে জানালে অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলাটি রুজু করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে