আতিকুর রহমান আতিক, লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে চার ইটভাটায় অভিযান চালিয়ে ৩টিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) উপজেলার মঞ্জিলপুকুর ও রসুলপুর এলাকায় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এ অভিযান চালিয়ে জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানা যায়, লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৬ ও ৮ ধারা অনুযায়ী লাইসেন্স না থাকা, অবৈধভাবে মাটি সংগ্রহ ও জ্বালানী কাঠ ব্যবহার করা এবং জিকজ্যাক চুল্লী না থাকায় লালপুর উপজেলার মঞ্জিলপুকুর এলাকার এম কে এম ইটভাটার মালিক সবুর আলীকে ৫ লাখ টাকা, একই এলাকার জে এস বি ইটভাটার মালিক হাফিজুল ইসলামকে ৭ লাখ টাকা এবং মাধবপুর পালপাড়া এলাকার এইচ বি আর ইটভাটার মালিক মাসুদুর রহমান সান্টুকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। এবং মোহরকয়া এলাকার একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে