ডেস্ক রিপোর্টঃ ইউরোপীয় কমিশন (ইসি) বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সাহায্যার্থে অতিরিক্ত ৩ কোটি ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সোমবার জেনেভায় গুরুত্বপূর্ণ এক তহবিল সংগ্রহ সম্মেলনে ইসি এই প্রতিশ্রুতি প্রদান করে।
ইসির এক বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের জন্য ইতোমধ্যে ২১ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে। আজকের প্রতিশ্রুতিসহ ইইউ’র সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৫১ মিলিয়ন ইউরো।
সম্মেলনে ঢাকাস্থ জাতিসংঘ দূত জানান, বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা এখন প্রায় ১০ লাখে দাঁড়িয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে