আন্তর্জাতিক ডেস্কঃ রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফেলে আসা হাজার হাজার একর জমি মিয়ারমার সরকার বেসরকারি প্রতিষ্ঠানকে লিজ দিচ্ছে বলে খবর বেরিয়েছে। কিন্তু  রাখাইন রাজ্যের আইনমন্ত্রী উ মং অন এ খবর অস্বীকার করেছেন। তবে তিনি এও স্বীকার করেছেন, স্থানীয় কৃষকদের এসব জমি লিজ দেয়ার পরিকল্পনা করছেন তারা।

রাখাইন রাজ্যের আইনমন্ত্রী তিনি বলেন, জমিগুলো খালি ফেলে রাখা ভালো হবে না। স্থানীয় মানুষ ও ভূমিহীন কৃষকদের এগুলোতে চাষ করতে দেয়া উচিত। বেসরকারি কোম্পানিকেও এসব জমি লিজ দেয়া যেতে পারে।

রাখাইনের কৃষি মন্ত্রী ইউ কিয়াউ লিন বলেছেন, আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তারা যেভাবে বলে সেভাবেই করবো। রোহিঙ্গাদের ফেলে যাওয়া ৭০ হাজার একর জমিতে চাষবাসের মতো জনবল আমাদের নেই।গত বছরের আগস্টে সহিংসতা শুরুর পর সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের ফিরিয়ে নেয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিলেও রোহিঙ্গাদের জমিতে ধান চাষ করেছিল মিয়ানমার সরকার।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে