ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পেট্রোল বোমা মেরে যারা মানুষ পুড়িয়েছে তাদের মুখে রোহিঙ্গাদের নিয়ে মায়াকান্না মানায় না।
আজ সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটির ‘সাগর-রুনি’ মিলনায়তনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী আব্দুল জব্বারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক দল এই আলোচনা সভার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গা ইস্যুতে রাজনীতিতে নেমেছে বিএনপি। রোহিঙ্গাদের দুদর্শায় ছুটে আসতে পারতেন খালেদা জিয়া। তা না করে লন্ডনে বসে রয়েছেন তিনি।
তিনি বলেন, রোহিঙ্গাদের যেভাবে সাহায্য সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাতে বিশ্বনেতারা তাঁর প্রশংসা করছেন। রোহিঙ্গা ইস্যুতে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অং সান সুচির ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছে বলেও জানান হাছান।
সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সভায় ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগনেতা এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।

 

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে