আন্তর্জাতিক  রিপরতঃ ক্রিস্টিয়ানো রোনালদোকে এক বা দু’ধাপ নয়, একদম ১৭ ধাপ পেছনে ফেললেন লিওনেল মেসি। লা লিগার গত ৮৬টি মৌশুমের ফুটবলারদের পারফরম্যান্স কাটাছেঁড়া করার পর এই রায়ই দিয়েছে সেন্টার ফর রিসার্চ অন হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস অফ স্প্যানিশ ফুটবল।

তারা ৯০ বছর ধরে স্প্যানিশ ফুটবলে খেলা মোট ৯,২৮০ জন ফুটবলারের মধ্যে থেকে সেরা ফুটবলার হিসেবে বেঁছে নিয়েছেন লিওনেল মেসিকেই। এই ৯,২৮০ জন ফুটবলারের মধ্যে ৮৫৪ জন গোলকিপারও রয়েছেন।

সেন্টার ফর রিসার্চ অন হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস অফ স্প্যানিশ ফুটবলের রায় অনুযায়ী, ৯০ বছরে স্প্যানিশ ফুটবলের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি। তিনি পেয়েছেন মোট ৫৪৫ পয়েন্ট। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাউল গঞ্জালেস। তার পয়েন্ট ৫২৮। সিজার রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর পয়েন্ট ৫২৪। চার নম্বরে রয়েছেন জারা। তাঁর পয়েন্ট ৪৯৩। আর পঞ্চম স্থানে থাকা কুইনি পেয়েছেন ৪৮৮ পয়েন্ট। এই তালিকায় রিয়েল মাদ্রিদের পর্তুগিজ ফুটবলার রোনালদো রয়েছেন ১৭ নম্বরে। তার পয়েন্ট ৪১৫।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে