jhontu

ডেস্ক রিপোর্টঃ রংপুর সিটি কর্পোরেশনের মেয়র শরফুদ্দীন আহমেদ ঝন্টু বলেন, নারী শিক্ষা, সমান অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে বেগম রোকেয়ার চেতনা নারীদের অনুপ্রাণিত করবে।
তিনি বলেন, বেগম রোকেয়া মতাদর্শ সমাজের সর্বক্ষেত্রে আগাম সফলতা অর্জনে নারীদের সাহায্য করছে। জাতির অগ্রগতিতে নারীদের সমান অধিকারী হিসেবে চিন্তা করতে হবে।
সোমবার নগরীর শালবন চৌরাস্তার মোড়ে বেগম রোকেয়া মেমোরিয়াল ভাষ্কর্যের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
২৫ নম্বর ওয়ার্ডের সিটি কাউন্সিলর নুরুন্নবী ফুলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগম রোকেয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আব্দুল লতিফ মিঞা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু।
ঝন্টু বলেন, তিনি আমাদের সমাজের প্রথম নারী যিনি নারী শিক্ষা ও তাদের বাস্তব উন্নয়ন ও মর্যাদাপূর্ণ অবস্থায় নারীদের সমান অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইলিয়াস হোসেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা মোয়াজ্জেম হোসেন লাবলু প্রমুখ।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে