ডেস্ক রিপোর্টঃ দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ১১টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির সম্মতিপ্রাপ্ত বিলগুলো হলো- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল-২০১৮, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮, বস্ত্র বিল-২০১৮, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৮, যৌতুক নিরোধ বিল-২০১৮, সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল-২০১৮, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল-২০১৮, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল-২০১৮, কৃষি বিপণন বিল-২০১৮ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮।

দু-এক দিনের মধ্যেই আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল ও সড়ক পরিবহন বিলসহ গত অধিবেশনে পাস হওয়া ৭টি বিলে রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করতে পারেন।

প্রসঙ্গত, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির সম্মতির পর যে কোনো বিল আইনে পরিণত হয়।

J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে