ডেস্ক রিপোর্টঃ বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সপ্তম দিনেও রাজধানীতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০ টা থেকে দনিয়া, মিরপুর, জুরাইন, শাহবাগ, সাইন্সল্যাব ও উত্তরায় জড়ো হয়ে নিরাপদ সড়কের দাবিতে তারা বিক্ষোভ করছেন। সেইসঙ্গে গাড়ির লাইসেন্স পরীক্ষা ও ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের উৎসাহিত করছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে মিরপুর-২ থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে এসে গোলচত্বরে জড়ো হন। সেখানে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

পাশাপাশি ফুটওভার ব্রিজ ও ফুটপাথ ব্যবহারে লোকজনকে উৎসাহিত করছেন। গাড়ির লাইসেন্সও পরীক্ষা করছেন। এতে পুলিশও তাদের সহায়তা করছেন। মিরপুর পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রুম্মান বলেন, তারা বিকাল ৫টা পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এর আগে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে শিক্ষার্থীরা জড়ো হতে চাইলে তাদের দাঁড়াতে দেয়নি শ্রমিক লীগ।

শ্রমিক লীগের কর্মীরা সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের অবস্থান নিতে বাধা দেয়।বিক্ষোভে অংশ নেয়া পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাকিব বলেন, মিরপুর-১০ নম্বরের গোলচত্বরে আমাদের দাঁড়াতে দেয়নি। পরে বড় মিছিল আসলে তারা সরে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে মিরপুর পুলিশের সহকারী কমিশনার মামুন মোস্তফা বলেন, এখানে কোনো সমস্যা হচ্ছে না। শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

পল্লবী পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) সাইকা পাশা বলেন, ওরা প্রতিদিন যা করছেন, আজও তাই করছেন। আগের কয়েক দিনের মতোই তারা আজও গাড়ির লাইসেন্স পরীক্ষা করছেন।

J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে