1460299096
বিডি নীয়ালা নিউজ(১১ এপ্রিল১৬) নাজমুল হক হৃদয়(রাঙ্গামাটি প্রতিনিধি): পাহাড়ী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈ-সা-বি ও বাংলা নববর্ষ বরণকে ঘিরে পাহাড় যেন উৎসবে মাতোওয়ারা। প্রতিটি এলাকা সেজেছে বর্ণিলরূপে।

অন্যান্য বছরের মত এবারও বেশ আনন্দমূখর পরিবেশে বৈ-সা-বি ও বাংলা নববর্ষ পালনের জন্য নানা অনুষ্ঠান মালার আয়োজন করতে যাচ্ছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। জুম্ম সংস্কৃতি বিলুপ্তির ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ হোন’শ্লোগান নিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে বিজু উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালা।

এ উপলক্ষে গতকাল  রোববার দুপুরে শহরের  পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে প্রধান অথিথি হিসেবে উপস্তিত থেকে তিন দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জাতীয় সংসদের ২৯৯নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য  ঊষাতন তালুকদার রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে বিজু সাংগ্রাই বিষু বিহু সাংক্রোন উদযাপন কমিটি-২০১৬ আহবায়ক অবসরপ্রাপ্ত উপ-সচিব  প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী শোভাযাত্রা

সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান,শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সমন্বয়কারী বিজয় কেতন চাকমা।সমাবেশ পরিচালনা করেন শরৎ জ্যোতি চাকমা। অনুষ্ঠানের  শুরুতেই উদ্বোধনী নৃত্য-সঙ্গীত পরিবেশন করেন পাহাড়ি শিল্পীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে