ডেস্ক রিপোর্ট: হিন্দু সম্প্রদায়ের সপ্তমী পূজার দিন রংপুর-৩ আসনের উপ নির্বাচনের তারিখ দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ। দেশের বিভিন্ন স্থানের দুর্গা প্রতিমা ভাঙচুর সংখ্যালঘু সম্প্রদায়কে ভীতিপ্রদর্শন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শারদীয় দুর্গাপূজার চলাকালীন সময় পরীক্ষার সময় নির্ধারণ এবং সপ্তমী পূজার দিন রংপুরের উপনির্বাচনে ভোটগ্রহণ তারিখ নির্ধারণ করার প্রতিবাদে শুক্রবার( ২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে মানববন্ধন এই ঘোষণা দেয়া হয়। 

মানববন্ধনে বক্তরা বলেন, সপ্তমী পূজার দিন রাখা হয়েছে রংপুর-৩  সদর আসনের উপ-নির্বাচন।  এবার পূজা মন্ডপের সংখ্যা ৮৬ টি, হিন্দু ভোটার সংখ্যা প্রায় ৭২ হাজার। এই অবস্থায় নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন চাইনা যে হিন্দুরা সপ্তমী পূজা করুক অথবা নির্বাচনে ভোট দিক।  কমিশনকে পরিষ্কার করতে হবে তারা কোনটা চাও।  আমরা নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছি, কারণ যারা একটি গোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় তারা সাংবিধানিক পদে থাকতে পারেনা।  হিন্দু ভোটারদের উদ্দেশ্য করে নেতারা বলেন, ভোট কেন্দ্রে যাবেন না সপ্তমী পূজার দিন রংপুর-৩  সদর আসনের উপ নির্বাচন বর্জন করলাম।  মানববন্ধনে বক্তব্য রাখেন, হিন্দু মহাজোট সভাপতি ডঃ প্রভাস চন্দ্র রায়, নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস, নির্বাহি মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে, সহ-সভাপতি প্রভাস চন্দ্র মন্ডল রায় প্রমুখ।

P/B/A/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে