amir-hossain-amu

ডেস্ক রিপোর্টঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ভারতীয় টাটা মোটরস লিমিটেড বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে গুণগতমানের প্রাইভেট কার উৎপাদনে যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে পারে।
তিনি বলেন, বাংলাদেশ মোটরকারের একটি বিশাল বাজার রয়েছে। এ বাজার সম্ভাবনার কথা বিবেচনা করে দেশেই যৌথ বিনিয়োগে প্রাইভেটকার উৎপাদনের কারখানা স্থাপন লাভজনক হতে পারে।
তিনি আরো বলেন, প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রায়ত্ত প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে টাটা মোটরস্ লিমিটেড মোটরকার সংযোজন করতে পারে।
আমির হোসেন আমু সোমবার নতুন ব্র্যান্ডের প্রাইভেটকার টাটা জেনএক্স ন্যানো অটোমেটিকের বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রাজধানীর সোনারগাঁও হোটেলে নিটল মোটরস্ লিমিটেড এ অনুষ্ঠান আয়োজন করে।
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সুয়েকা।
এতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদ, টাটা মোটরস্ লিমিটেডের যাত্রী পরিবহণ কার ইউনিট সম্পর্কিত আন্তর্জাতিক ব্যবসা বিভাগের প্রধান জনি ওমেন, নিটল-নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোসাব্বির আহমাদ বক্তব্য রাখেন।
আমির হোসেন আমু বলেন, জনগণের আর্থিক ক্ষমতায়নের ফলে বাংলাদেশে মোটর গাড়ি বা প্রাইভেট কারের চাহিদা বাড়ছে। অর্থনৈতিকভাবে স্বচ্ছল শহরের প্রায় প্রতিটি পরিবারই এখন প্রাইভেট কার ব্যবহার করছে। যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের ফলে গ্রামাঞ্চলেও এর চাহিদা বাড়বে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে