ডেস্ক স্পোর্টসঃ ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০১৮ সালের এই আসর অনুষ্ঠিত হচ্ছে ২০১৯ সালে এসে। রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংসের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে আসর। ৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।

বিপিএলে অংশ নিচ্ছে সাতটি দল, ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংস এবং সিলেট সিক্সার্স। খেলা হবে তিনটি ভেন্যুতে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।এদিকে বিপিএলের গতবারের আসর বাংলাদেশে শুধুমাত্র গাজী টিভিতে (জিটিভি) সম্প্রচার হলেও এবারের আসরে যুক্ত হয়েছে মাছরাঙ্গা টিভি। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের নানা প্রান্তে বিপিএল ছড়িয়ে যাবে বিদেশি স্পোর্টস চ্যানেলের মাধ্যমে।

যেসব চ্যানেলে দেখাবে বিপিএল:

বাংলাদেশ
জিটিভি, মাছরাঙ্গা
আফগানিস্তান
লেমার টিভি
ক্যারিবীয়ান দেশসমূহ
ফ্লো টিভি
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা
ক্রিক ইন জিপ
পাকিস্তান
জিও সুপার
দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকা মহাদেশ
স্টার টাইম
দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, রাশিয়া
টিকন সিস্টেম লি:
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে
স্পোর্টস ফিক্স
যুক্তরাজ্য
ফ্রি স্পোর্টস, স্টার গোল্ড, হট-স্টার
যুক্তরাষ্ট্র ও কানাডা
উইলো, হট-স্টার

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে