আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের আংশিক অচলাবস্থার কারণে দেশটির কমপক্ষে ৬০০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

নিউ ইয়র্কভিত্তিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গোব্লাল রেটিংস এ তথ্য জানিয়েছে।শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩৫ দিনের আংশিক অচলাবস্থা নিরসনে সম্মত হন। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থায়ন নিয়ে মার্কিন সরকারের এই আংশিক অচলাবস্থার সৃষ্টি।

গত ২১ ডিসেম্বর শুরু হওয়া এই আংশিক অচলাবস্থা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম। এই সময়ের মধ্যে প্রায় আট লাখের মতো সরকারি কর্মীকে বিনা বেতনে কাজ করতে হয়েছে।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে