ওই ছবিগুলো থেকে বোঝা যায়, ম্যাকবুক প্রো-তে এর কিবোর্ডের উপর একটি প্যানেল রাখা থাকবে। এই প্যানেল ল্যাপটপটির ফাংশন কিগুলো সরিয়ে দেবে। এতে আনা হচ্ছে একটি পাতলা ডিসপ্লে যাতে টাচ-সেনসিটিভ টেক্সট আর গ্রাফিক্স দেখানো হয়েছে, সঙ্গে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

অপারেটিং সিস্টেম ‘ম্যাকওএস’-এর একটি আপডেটে এই ছবিগুলো প্রথম পাওয়া যায়। ছবিগুলো প্রথম প্রদর্শিত হয় অ্যাপলবিষয়ক খবরের সাইট ম্যাকরিউমার্স। এই ধরনের ‘দুর্ঘটনা’ অপ্রচলিত বলেই উল্লেখ করেছে বিবিসি।

চলতি বছর সেপ্টেম্বরে অ্যাপল ইভেন্টে নতুন আইফোন ৭ উন্মোচনের আগেই অ্যাপল এই হ্যান্ডসেটের ছবি টুইট করে অ্যাপল। পরবর্তীতে সেগুলো মুছে দেওয়া হয়। এপ্রিলে ম্যাকওএস আনুষ্ঠানিকভাবে উন্মোচনের দুই মাস আগেই নিজেদের ওয়েবসাইটে এই অপারেটিং সিস্টেমের ইঙ্গিত দিয়ে দেয় মার্কিন টেক জায়ান্টটি।

২০১২ সালে আগেই আগেই ফাঁস হয়ে যাওয়ার এক ঘটনায় প্রতিষ্ঠান প্রধান টিম কুক “পণ্যের গোপনীয়তা দ্বিগুণ” করার অঙ্গীকার করেন।

বি/ডি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে