ডেস্ক স্পোর্টসঃ কোপা দেল রে জিতে ইঙ্গিত দিয়েছিলেন। শুক্রবার সকলকে জানিয়ে দিলেন আগামী মৌসুমে তিনি আর বার্সেলোনায় নেই। চলতি মৌসুম শেষে বার্সেলোনাকে বিদায় বলে দিবেন আন্দ্রে ইনিয়েস্তা।বার্সেলোনার সঙ্গে দু’দশকের সম্পর্কের ইতি টেনে দিলেন ইনিয়েস্তা। ১৯৯৬ সালে বার্সেলোনার যুব দলে যাত্রা শুরু করেন তিনি। ২০০২ সাল থেকে বার্সার সিনিয়র দলে খেলছেন ইনিয়েস্তা। গত ১৬ বছর ধরে বার্সার মাঝমাঠের নিউক্লিয়াস তিনি।

১৬টি মরসুমে বার্সেলোনার হয়ে ৬৬৯টি ম্যাচ খেলেছেন, জিতেছেন ৩১টি ট্রফি। সংখ্যাটা ৩২ হবে শীঘ্রই। কারণ আরও একটা লা লিগা জয়ের দোড়গোড়ায় দাঁড়িয়ে বার্সেলোনা। শুক্রবার ইনিয়েস্তা জানিয়ে দেন, “এটাই আমার শেষ মৌসুম বার্সেলোনাতে। আমি দীর্ঘ সময় চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমার মতে, বার্সা বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে।” সেই সঙ্গে ব্যালন ডি’ওর না জেতার আক্ষেপও এদিন ধরা পড়ল ৩৩ বছর বয়সী ইনিয়েস্তার গলায়।

B/D/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে