panir ovab

বিডি নীয়ালা নিউজ(২৭ই জুন  ২০১৬ইং)-বিনোদন ডেস্কঃগ্রামে পানির টিউবওয়েল নেই। এ গ্রামের মেয়েদের দু’কিলোমিটার হেঁটে গিয়ে হিংলো নদী থেকে জোগাড় করতে হয় খাওয়ার পানি। তাই এ গাঁয়ে মেয়ের বিয়ে দেন না বাবারা। এমনই বেহাল দশা ভারতের বীরভূমের পলাশডাঙার বাসিন্দাদের।

ছেলেদের বিয়ের বয়স হয়েছে। কিন্তু, মেয়ে জুটছে না। কারণ পানি। হ্যাঁ, এমনটাই হাল বীরভূমের দুবরাজপুরের পলাশডাঙায়। আড়াই হাজার মানুষের বসবাস এই গ্রামে। পঞ্চায়েতের উদ্যোগে ১৭টি টিউবওয়েল বসানো হয়েছে। কিন্তু, আয়রনের দাপটে সে পানি খাওয়া মুসকিল। তাই ভরসা হিংলো নদীর পানি।

এই পরিস্থিতির কথা জানে প্রশাসন। ব্যবস্থা নেয়ার আশ্বাসও মিলেছে। টিউবওয়েল কবে তৈরি হবে? কবে গ্রামের মধ্যেই মিলবে খাওয়ার পানি? তখন হয়তো বাবারা দেয়েদের বিয়ে দেবেন।

 

 

bd/live

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে