ডেস্ক স্পোর্টসঃ আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে লিওনেল মেসির ফিটনেস নিয়ে আর্জেন্টিনার চিন্তিত হবার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বার্সেলোনা কোচ আর্নেস্টো ভালভার্দে।
৩০ বছর বয়সী মেসি মার্চে হ্যামস্ট্রিং ইনজুরির কারনে ইতালি ও স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলতে পারেননি। কিন্তু আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে এসে বার্সেলোনার পাঁচটি ম্যাচেই তিনি খেলেছেন, এর মধ্যে চারটিতে ছিলেন মূল একাদশে।

যদিও চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে রোমার বিপক্ষে দুই লেগের একটিতেও মেসি গোল পাননি। বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় লেগে নাটকীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে সিরি-আ ক্লাব রোমার। ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে তার পারফরমেন্সে ইতোমধ্যেই আর্জেন্টিনা বেশ চিন্তিত হয়ে পড়েছে। বিশেষ করে মেসির ইনজুরি সমস্যাই তাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে।

লীগ ম্যাচে মঙ্গলবার সেল্টা ভিগো সফরে যাবে কাতালানরা। এরপরই শনিবার ওয়ান্ডা মেট্রোপলিটানোতে সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হবে বার্সা। ফাইনালকে সামনে রেখে সেল্টার বিপক্ষে মেসিকে বিশ্রামে রাখতে পারেন ভালভার্দে। যদিও তিনি আশ্বস্ত করে বলেছেন মেসিকে নিয়ে আর্জেন্টিনার চিন্তার কিছুই নেই। এক সংবাদ সম্মেলনে ভালভার্দে বলেন, সম্ভাবনা আছে মেসিকে বিশ্রামে রাখার। কিন্তু আসলেই তাকে নিয়ে দু:শ্চিন্তার কিছু নেই। ভ্যালেন্সিয়ার বিপক্ষে সে ভাল খেলেছে। আমি জানিনা এই মুহূর্তে আর কি বলার আছে।এখনো বিশ্বকাপের আগে অনেক সময় বাকি।

এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মেসি বার্সার হয়ে ৪৮টি ম্যাচে ৩৯ গোল করেছেন। সব মিলিয়ে তিনি মাত্র চারটি ম্যাচে খেলেননি। এর মধ্যে কোপা ডেল রে’র প্রথমদিকে তিনটি ম্যাচ ও মালাগার বিপক্ষে লীগের এ্যাওয়ে ম্যাচ। ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ থেকে বিদায় নেবার পরে বার্সেলোনার সামনে এবারের মৌসুমে আর মাত্র সাতটি ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে ছয়টি লীগ ও একটি কাপ ম্যাচ। দশ বছরে সপ্তম লা লিগা শিরোপা জয়ের পথে বেশ ভালভাবেই এগিয়ে রয়েছেন কাতালান জায়ান্টরা। লীগের বাকি ম্যাচগুলো থেকে আর সাত পয়েন্ট তুলতে পারলেই শিরোপা নিশ্চিত হবে। একইসাথে প্রথমবারের মত স্প্যানিশ লীগে প্রথম কোন দল হিসেবে অপরাজিত থেকে শিরোপা জয়েরও হাতছানি রয়েছে তাদের সামনে।
আগামী ২০ মে লীগের শেষ ম্যাচে মাঠে নামবে বার্সা। এরপর ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মিশন শুরু করবে আর্জেন্টিনা।

 

 

 

 

 

 

 

 

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে