মারুফ সরকার, বিনোদন ডেস্কঃ সবারই একটা পড়ে যাওয়ার গল্প থাকে। কেউ হামাগুড়ি দিয়ে হাঁটা শিখতে গিয়ে পড়ে যায়! কেউ ছত্রিশতলার ছাঁদে দাঁড়িয়ে ভাবে, চাইলেই ধরা যায় সপ্তর্ষি মন্ডল! যত উঁচুতেই ওঠা যায় না কেন, পড়ে যাওয়ার ভয় তাই অন্তহীন পিছু তাড়া করে ফেরে। 


সবারই একটা উঠে দাঁড়াবার গল্প থাকে। কেউ সারাজীবন শুধু একটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে জানে! কেউ চোরাবালি ভেদ করে দাঁড়িয়ে যায় হিমালয়ের মত! যত নিচেই থাকুক না কেন, উঠে দাঁড়াবার স্বপ্নটা তাই বাঁচিয়ে রাখে মানুষকে! এই পড়ে যাওয়া আর উঠে দাঁড়াবার বাইরে কোন গল্প নেই বাইরে থাকে কেবল রহস্যময়ী আঁধার।

গবলিন সেই গা শিউরে ওঠা আঁধারের গল্প। যেখানে আছে লালসা, যৌনতা, অনৈতিকতা ও কিছু ভুল সিদ্ধান্ত! হয়তো মানুষ মাঝেমধ্যে ভুল সিদ্ধান্ত নেয় বলেই জীবন এত বৈচিত্র্যময়!

বই: গবলিন লেখকঃ শফিকুর রহমান শান্তনু প্রকাশনা: তাম্রলিপিবইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এরতাম্রলিপির প্যাভিলিয়ন  নাম্বার ১৪
#অমর_একুশে_বইমেলা_২০১৯

#নতুন_বই

#শফিকুর_রহমান_শান্তনু


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে