আন্তর্জাতিক রিপোর্ট :আমেরিকার সেনাবাহিনীর একজন নারী আলোকচিত্রী হিলডা ক্লেটন ও চারজন আফগান বিস্ফোরণে মারা যান। কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তের দৃশ্যও ক্যামেরায় ধারণ করে গেছেন তিনি।আমেরিকান মিলিটারি রিভিউ ম্যাগাজিনে চার বছর আগের সেই ঘটনার ছবি প্রকাশ করেছে।আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাঘমান এলাকায় প্রশিক্ষণ চলাকালে ২০১৩ সালের ২রা জুলাই মর্টার শেল বিস্ফোরণে হিলডা ক্লেটন ও ওই চার আফগান মারা যান ।ওই সংস্করণে লেখা হয়, যুদ্ধের ময়দানে কিংবা প্রশিক্ষণে নারী সৈন্যদের পুরুষদের পাশাপাশি কতটা ঝুঁকির মধ্যে থাকতে হয় ক্লেটনের মৃত্যু সেটারই প্রতীকী চিত্র তুলে ধরেছে।ক্লেটনের পরিবারের অনুমতি নিয়েই ওই ছবি প্রকাশ করা হয়।

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে