নরসিংদী থেকে, নূর মোহাম্মদঃ স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পরেও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অসংখ্য গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বুধবার নরসিংদী জেলার বেলাব উপজেলায় চর উজিলাব ইউনিয়নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত কৃষক নেতা কমরেড আব্দুল হাই সাহেবের বাড়িতে এসব গোলাবারুদের সন্ধান পাওয়া যায়।
 নতুন বাড়ি নির্মাণে গর্ত খুঁড়েতে গিয়ে  শ্রমিকরা পুরাতন লোহার ড্রামের ভিতর থেকে পিতলের অসংখ্য  গোলাবারুদ দেখতে পায়। এক পর্যায়ে হাই সাহেবের ছেলে বাইজীদ পুলিশকে খবর দিলে তারা এসে পুলিশি পাহড়ার মাধ্যমে এসব গোলাবারুদ থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে  এসব গোলাবারুদ সমরাস্ত্র কারখানায় পাঠানো হতে পারে।  চর উজিলাব ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন জানান,” মুক্তিযুদ্ধের সময়  এ হাই সাহেব এর বাড়ি ছিলো মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র।এখানে অসংখ্য মুক্তি যোদ্ধা ট্রেনিং নিয়েছে।  এক সময় পাক বাহিনী হাই সাহেবের  এ বাড়িটিকে পুড়িয়ে দিয়েছিলো। হয়তো সে সময় এসব গোলাবারুদ লুকিয়ে রাখা হয়েছিলো। 
তবে এলাকাবাসী ও অন্যান্য বীরমুক্তিযোদ্ধারা ধারণা করছেন যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আরো খুঁড়লে পাওয়ার সম্ভাবনা রয়েছে।  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে