ডেস্ক স্পোর্টসঃ আগামী বছর মার্চে বাংলাদেশ ও ভারতকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-২০ সিরিজ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট(এসএলসি)।
দেশটির স্বাধীনতা লাভের ৭০ বছর উদযাপন উপলক্ষ্যে এ সিরিজ আয়োজন করবে এসএলসি। আগামী ৮-২০ মার্চের এ সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষে দুই দল ফাইনাল খেলবে।
‘নিধাস ট্রফি’ শীর্ষক টুর্ণামেন্টে আমন্ত্রন পেয়ে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)।
বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘বিশ^ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ঘনিস্ট বন্ধু বিসিসিআই এবং এসএলসি। শ্রীলংকার স্বাধীনতা দিবসের ৭০ বছর পুর্তিতে আমন্ত্রন পেয়ে আমরা গর্বিত।’
টুর্ণামেন্টে অংশ গ্রহণের বিষয়ে অনুরুপ মন্তব্য করেছেন বিসিসিআই প্রধান নির্বাহি রাহুল জোহরিও।
বিসিবি এবং বিসিসিআই আমন্ত্রন গ্রহণ করায় খুশি এসএলসি সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা।
তিনি বলেন আমাদের বিশেষ আয়োজনে পার্শবর্তী দুই দেশ অংশ গ্রহণ করায় আমরা অত্যন্ত আনন্দিত। এ আয়োজন ক্রিকেটে একটি মাইলফলক হয়ে থাকবে বলে আমি মনে করছি।’
ইতিপূর্বে শ্রীলংকার স্বাধীনতার ৫০ বছর ও এসএলসির ৫০ বছর উপলক্ষ্যে নিধাস ট্রফির আয়োজন করা হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে