ma

মা

আবুল হাসান

 

যে ধরেছে গর্ভে ধারণ সেতো আমার মা।

এই মায়ের কষ্টের কথা ভুলে যেও না।

মাগো তুমি করো দোয়া তোমার ছেলেকে।

সে যেন করতে পারে জয়ী বিশ্বকে।

তুমি  যদি মা করো দোয়া দেব চাঁদের দেশে পাড়ি।

তোমার জন্য আনব আমি চাঁদেরকণা খানি।

মাগো তুমি কেন এত মায়াবী, দেখতে চাই তোমার মুখ।

ঐ মুখেতে আছে যেন বেহেশতের সুখ।

তোমার পায়ের ধূলোকণা সোনার চেয়ে দামি জানি,

ঐ ধূলোতে পাই যেন সর্গের সুখ।

কতদিন তোমার মুখ খানি, দেখি নাতো মা জননী।

মনটা আমার হয়েছে ব্যাকূল মাগো তোমায় দেখার লাগি।

ভাল থেক মা, সুখে থেক মা, আমায় করিও দোয়া।

সারা জীবন তোমার বুকে থাকে যেন এই মাথা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে