আন্তর্জাতিক ডেস্কঃ মহাকাশে সাড়ে পাঁচ মাস (১৬৫ দিন) কাটানোর পৃথিবীতে ফিরলেন তিন নভোচারী। তারা হলেন, রাশিয়ার মাক্সিম সুরাইয়েভ, অ্যামেরিকার রিড ওয়াইজম্যান ও জার্মানির আলেক্সান্ডার গেয়ার্স্ট।

সোমবার (১৭ ডিসেম্বর) ভোরে মহাকাশযান সোইয়ুজ তাদের নিয়ে কাজাখস্তানে অবতরণ করে।

কাজাখস্তানে সোইয়ুজ থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তিন নভোচারীকে কম্বলে জড়িয়ে দেয়া হয়। ভূপৃষ্ঠে পা রাখার কিছুক্ষণ পর এক টেলিভিশন চ্যানেলকে রুশ ভাষায় গেয়ার্স্ট বলেন, ‘সার্বিক সহায়তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ৷।’

১৬৫ দিনের অভিযানে আইএসএসে কমান্ডার, অর্থাৎ নেতৃত্বের ভূমিকায় ছিলেন রাশিয়ার নভোচারী মাক্সিম সুরাইয়েভ।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে