sheikh-hasina

ডেস্ক রিপোর্টঃ বিশ্ব জলবায়ু সম্মলেনে যোগ দিতে আগামী ১৪ নভেম্বর মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৪ নভেম্বর বিকালে সেখানে পৌছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ১৫ নভেম্বর বিশ্ব নেতাদের সামনে বক্তৃতা দিবেন। দীর্ঘ সময় পর বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে ইতিবাচকভাবে নিয়েছেন দেশি বিদেশী বিশেষজ্ঞরাও। সম্মেলন কেন্দ্রের সাইড ইভেন্টগুলোতেও আলোচনা হচ্ছে এসব।

প্রসঙ্গত, মারাকাশের এই বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য ক্ষতিপূরণের অর্থ আদায় করা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে