স্টাফ রিপোর্টারঃ নীলফামারী-২ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পাঁচ বছরে বার্ষিক আয় কমেছে এক কোটি ২৯ লাখ ৬০ হাজার ১৩৭ টাকা। পাঁচ বছর আগে তার আয় ছিল এক কোটি ৬৪ লাখ ৮৯ হাজার ২২২ টাকা, এখন তা কমে গিয়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ ২৯ হাজার ৮৫ টাকা।

নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বেগম নাজিয়া শিরিণের কাছে মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা তিনি জমা দিয়েছেন, তার সঙ্গে পাঁচ বছর আগে দশম সংসদ নির্বাচনের সময় দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য মিলেছে।

হলফনামার তথ্য অনুযায়ী, পাঁচ বছর আগে মন্ত্রীর ব্যবসা ছিল। ব্যবসা থেকে আয় হতো ৭৪ লাখ ২৬ হাজার ৩১৪ টাকা। পাঁচ বছর পর তিনি জানিয়েছেন, তিনি আর ব্যবসা করেন না। এ ছাড়া তার চাকরি থেকে আয় কমেছে এবং অন্যান্য খাত থেকে আয় শূন্যে নেমে এসেছে।

হলফনামার তথ্য বলছে, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে কোনো মামলা নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে