ডেস্ক রিপোর্ট : বক্তারা এখানে এক প্রশিক্ষণ কোর্সে দেশ-বিদেশের মধুর চাহিদা মেটাতে মৌচাষ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেছেন, কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে এটি একটি কার্যকর উপায় হতে পারে।তারা বলেন, মৌ চাষ ও মাঠ পর্যায়ে এর উৎপাদন বাড়ানোর মাধ্যমে রপ্তানি সমৃদ্ধ দেশ হিসেবে আবির্ভূত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে। তারা বলেন, যদি মান নিয়ন্ত্রণ করে আধুনিক প্যাকেটজাত করা যায় তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী মধুর চাহিদা বৃদ্ধি পাবে।বক্তারা মধু চাষের ওপর মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) শিল্প সহায়তা কেন্দ্র (আইএসসি) তাদের সম্মেলন কক্ষে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৌচাষ উন্নত করতে এই প্রশিক্ষণের আয়োজন করে।
বিসিকের উপ-মহাব্যবস্থাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন আইএসসি’র উপ-মহাব্যবস্থাপক মাহবুবুর রহমান।এতে বক্তব্য রাখেন সোনামনি স্কুলের পরিচালক আলমগীর কবির, আইএসসির জরিপ ও তথ্য কর্মকর্তা আকমল হোসেন ও সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ারুল করিম প্রমুখ।
সভায় প্রধান অতিথি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের দুই হাজার মৌমাছি খামারে প্রায় ২৫ হাজার দক্ষ ও অদক্ষ মৌচাষী রয়েছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে