ডেস্ক রিপোর্টঃ  জেলায় প্রতিভাবান ১৩ শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পুলিশের উদ্যেগে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ সংবর্ধধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন। অনুষ্ঠানে আবৃত্তি, নাটক, নৃত্য, সংগীত, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুণী শিল্পীদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি এসপি মোকতার হোসেন বলেন, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা খুবই প্রয়োজন। শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক চর্চা নিয়মিত না থাকলে সমাজে জঙ্গিবাদ ও মাদক মাথা চাড়া দিয়ে ওঠে।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফউদ্দিন’র সভাপতিত্বে এখানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত চীফ জুডিশীয়াল মেজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভিন আক্তার, চেম্বার অব কমার্সের পরিচালক মো. সফিকুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক সামসুল আলম মিঠু, লেডিস ক্লাব সম্পাদক খাদিজা আক্তার স্বপ্নাসহ অনেকে।
যাদের সংবর্ধনা দেয়া হয়েছে তারা হলেন, আফছারউদ্দিন বাবুল, সাফিয়া খাতুন, রেহেনা ফেরদৌস, সামসুল আলম মিঠু, খাদিজা আক্তার স্বপ্না, অতুনু করঞ্জাই, ফারজানা আক্তার লিয়ানা, তালহা তালুকদার বাধন, আখী দে, বৃষ্টি নাগ ও শিশু শিল্পী সুমাইয়া জাহান আদিলা, তানজিলা তাবাচ্চুম ও ইসরাত জাহান রিপিকা ।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে