ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সব তথ্য সরবরাহ করতে সোনারগাঁও হোটেলে মিডিয়া সেন্টার চালু করা হয়েছে।

আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই মিডিয়া সেন্টারের উদ্বোধন করা হয়। তথ্য সচিব আবদুল মালেক ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক এ সময়ে উপস্থিত ছিলেন।

মিডিয়া সেন্টারের উদ্বোধন করে তথ্য সচিব আবদুল মালেক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তথ্য মন্ত্রণালয় বিদেশি ২০০জন পর্যবেক্ষক ও ৫০ সাংবাদিকসহ দেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এ সেন্টার থেকে নির্বাচনের যাবতীয় তথ্য সরবরাহ করা হবে।
পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা প্রদান, ভিসা সংক্রান্ত ও অনলাইন সুবিধা দেয়াসহ ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বিটিভিতে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল ডিসপ্লের মাধ্যমে দেখানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

আবদুল মালেক বলেন, সার্বক্ষণিক নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে দুটি হটলাইনের মাধ্যমে তথ্য সেবা প্রদান করা হবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনটি শিফটে ৭ জন কর্মকর্তা এখানে কাজ করবেন। সাংবাদিকরা এ কেন্দ্র থেকে প্রচারিত তথ্য প্রচার মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে