চট্রগ্রাম থেকে, নাজমুল হক হৃদয়ঃ ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ তাহলে তোমার জীবন, ভালবাসার অভাব হবে নাহ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব ভালোবাসা দিবস পালন করেছে রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূনর্বাসন কেন্দ্র। অনুষ্ঠানটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। রাঙামাটি দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক এ,কে এম মকছুদ আহম্মেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাঙামাটি পৌরসভার পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন বাবুল, বিশিষ্ট লেখক গিয়াসউদ্দীন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মহসিন রানা, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক মো: নুরুল আবছার প্রমুখ ব্যাক্তিবর্গ। উক্ত সভায় বক্তারা বলেন আমরা সমাজের সুবিধা বঞ্চিত পাশে দাড়ালে তারা সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের দৃষ্টিভঙ্গি পারে শিশুদের জন্য ভাল কিছু করতে। এভাবে যদি সমাজের মানুষগুলি অসহায় শিশুদের পাশে থেকে সহযোগীতা করে তাহলে শিশুরা একধাপ এগিয়ে। সমাজের অবহেলিত শিশুদের পাশ দূরে সরে যাওয়ার আহবান জানান।সমাজের প্রতিবন্ধী শিশুরা সবসময় অবহেলিত, তাই বক্তারা তাদের পাশে দাড়ানোর আহবান জানান।অতিথিদের বক্তব্য শেষে শিশু সংগঠন ও সামাজিক সংগঠন ইয়ূথ তাদের সংগঠন এর পক্ষ থেকে চকলেট বিতরন করে ও শুভেচ্ছা বিনিময় করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে