ডেস্ক রিপোর্ট : ক’দিনের ভারি বর্ষণে যমুনার পানি আবার ও বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জের ৫টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বুধবার সকাল ৯টায় বিপদ সীমার ১৪৮ সেঃমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হাসান ইমাম। যমুনার পানি বৃদ্ধিতে চৌহালী বাঁধ ও কাজিপুরে ব্যাপক ভাবে ধস দেখা দিয়েছে। এছাড়াও এনায়েতপুর, বেলকুচি, সিরাজগঞ্জ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা ৪ হাজার ৮৩৭ হেক্টর আবাদি জমির ফসল বিনষ্ট হয়েছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ আরশেদ আলী।
জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৩৭৩ মেঃ টন চাল ও ৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান। এখনও পর্যাপ্ত পরিমার ত্রাণ সামগ্রী মজুদ আছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য একাধিক মেডিকেল টিমও কাজ করে যাচ্ছে বলে জানান সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মঞ্জুর আলম।


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে