আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের পুলওয়ামা হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক। এরই মধ্যে হামলার জন্য পাকিস্তানি সংগঠন ‘জইশ-ই-মহম্মদ’কে দায়ী করে দেশটির (পাকিস্তান) বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আক্রমণের শিকার হলে ভারতকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও।

ভারতের সঙ্গে এমন উত্তেজনার মধ্যে ভয়ঙ্কর মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তিনি বলেছেন, ভারতে প্রথমে ১টি পরমাণু বোমা নিক্ষেপ করলে তারা পাল্টা ২০টি নিক্ষেপ করবে। তখন পাকিস্তান শেষ হয়ে যাবে। এজন্য ভারতে প্রথমেই ৫০টি বোমা নিক্ষেপ করতে হবে।শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পারভেজ মোশাররফ বলেন, ‘আমরা যদি ১টি পরমাণু বোমা ছুড়ে আক্রমণ শুরু করি, তবে ভারত ২০টি ছুড়ে আমাদের শেষ করে দেবে।’

তিনি বলেন, ‘যদি আমরা একটি পরমাণু বোমা দিয়ে ভারতে আক্রমণ চালাই, তবে আমাদের প্রতিবেশী দেশ ২০টি বোমা দিয়ে আমাদের শেষ করে দিতে পারে। সেই ক্ষেত্রে একটাই সমাধান আছে। আমরা যদি প্রথমেই ৫০টি বোমা দিয়ে আক্রমণ চালাই, তবে হয়তো ভারত আর ২০টি বোমা ছুড়তে পারবে না। প্রথমেই ৫০টি বোমা ছুড়ে হামলা চালাতে আপনারা কি প্রস্তুত?’

তবে পরমাণু যুদ্ধ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমার মতে, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি এখন ভালো। মন্ত্রীদের অর্ধেকই আমার। বর্তমান আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আমার আইনজীবী ছিলেন।’

সংবাদ সম্মেলনে পারভেজের বক্তব্য নিয়ে পাকিস্তানের পত্রিকা ডন সংবাদ প্রকাশ করেছে। 

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে