আন্তর্জাতিক রিপোর্ট : ভারতে মঙ্গলবার একটি একপ্রেস ট্রেন লাইচ্যুত হয়েছে। গত ১০ দিনের মধ্যে দেশটিতে এটি ছিল ট্রেন লাইনচ্যুতির তৃতীয় ঘটনা। খবর এএফপি’র।
ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের আসানগাঁর কাছে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে উদ্ধার দল পাঠানো হয়েছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ‘এ ট্রেন লাইনচ্যুতির ঘটনায় কোন যাত্রী আহত হয়নি। আমরা দুর্ঘটনার শিকার ওই ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য বাসের ব্যবস্থা করছি।’
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ট্রাকের সাথে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ জন আহত হওয়ার কয়েকদিন পর এ দুর্ঘটনা ঘটলো।
এর কিছুদিন আগে একই রাজ্যে অপর একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ২৩ যাত্রী নিহত হয়।
এসব দুর্ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহে ভারতের রেলওয়ের প্রধান পদত্যাগ করেন।

বি/এস/এস/এন


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে