আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার রাজস্থানের যোধপুর শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে সূত্র জানায়।
মিগ-২১ বিমানটি যোধপুরের কাছে ভূমিতে আছড়ে পড়ে এবং আগুন ধরে বিধ্বস্ত হয়। ভাগ্যক্রমে পাইলট বিধ্বস্ত হওয়ার আগে নিরাপদে বেরিয়ে যেতে পেরেছিল। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কোনো সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি বলে সূত্রটি জানায়।

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যোধপুর বিমান ঘাঁটি থেকে জঙ্গি বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়।

এ ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে জুলাই মাসে হিমাচল প্রদেশের কাংরা জেলায় এবং মে মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মিগ-২১ জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে উভয় ঘটনায়ই পাইলট নিহত হয়।

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে