আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখন্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে ৩ জন। আজ সকাল নয়টার দিকে রাজ্যটির পৌড়ি গাড়ওয়াল জেলার নানিধান্দা ব্লকের অধীন পিপলি-ভোয়ান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্থ ২৮ সিটের এই বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। বাসটি ভোয়ান থেকে রামনগরের দিকে আসছিল, সেসময়ই নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদের মধ্যে পড়ে যায়।

দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, এখনও পর্যন্ত ২০ টি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

এদিকে দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গাড়ওয়ালের কমিশনার দিলীপ জাভালকর। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে