ডেস্ক রিপোর্টঃ শ্রীলংকার বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি সিরিজ দিয়ে ছোট ফরম্যাটে নিজের ক্যারিয়ারের ইতি টানলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার বিদায়ে মন ভেঙ্গেছে ক্রিকেট ভক্তদের। সেই ভাঙ্গা মনকে শক্ত করে, অফুরন্ত ভালোবাসায় টি-২০ থেকে মাশরাফিকে বিদায় দিলেন ক্রিকেটপ্রেমিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে মাশরাফির প্রতি নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ভক্তরা। বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে আবার কেউ কেউ মাশরাফির ফিরে আসার কামনাও করেছেন।

গতকাল শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচের কিছুক্ষণ সংক্ষিপ্ত ভার্সন থেকে অসরের ঘোষণা দেন মাশরাফি। এতে সরগরম হয়ে উঠে ফেসবুক। নিজেদের প্রোফাইলে মাশরাফির ছবি যুক্ত করে বিভিন্ন ধরনের আবেগময় ক্যাপশন দেন ভক্তরা। তাতে দেখা যায় মাশরাফিময় হয়ে উঠে ফেসবুক।

মাশরাফির বিদায়ী ম্যাচের দিন প্রাইভেট ইউনিভার্সিটি ব্র্যাকের ছাত্রী আফরিন মাহমুদ ম্যাশের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আজ ম্যাচ জিতলেও বাংলাদেশ কাঁদবে।’ মাশরাফির বিদায়টাই মুখ্য হয়েই উঠেছিলো আফরিনের কাছে। ম্যাচ শেষে এমন চিত্র দেখা গেছে মাঠেও। সিরিজের শেষ ম্যাচ জয়ের আনন্দের চাইতে মাশরাফির সাথে আলিঙ্গন করাতে ব্যস্ত ছিলেন বাংলাদেশ দলের অন্যান্য খেলোয়াড়রা।

ম্যাচ চলাকালীন বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন ঢাকা জর্জ কোটের শিক্ষানবীশ আইনজীবি নাইম মাহমুদ। এর মাঝেও মাশরাফির প্রতি নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন নাইম, ‘সেনাপতিকে বিদায় দেবার প্রস্তুতি ভালোই নিয়েছে যোদ্ধারা। উই উইল মিস ইউ ম্যাশ।’
মাশরাফির বিদায়কে নিশ্চিত জেনেই তাকে ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাতেও ভুল করেননি ভক্তরা। ব্র্যাক ইউনিভার্সিটির ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মিনহাজুল আবেদিন নির্ঝর লিখেছেন, ‘দ্য লিজেন্ড, দ্য ফাইটার, দ্য বস। ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল এবং আল্লাহ তোমার মঙ্গল করুক।’

সাকিব-ইমরুল-সৌম্যর ব্যাটিং দৃঢ়তায় শ্রীলংকার সামনে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৭৭ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। এরপর সাকিব-মুস্তাফিজুরের বোলিং নৈপুণ্যে ১৩১ রানেই গুটিয়ে যেতে বাধ্য হয় লংকানরা। তাই ৪৫ রানের জয়ে টেস্ট ও ওয়ানডের মত দুই ম্যাচের টি-২০ সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। জাতীয় দলের এমন জয় ও শ্রীলংকা সফরে দুর্দান্ত পারফরমেন্সের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটির এমবিএ’র শিক্ষার্থী সাঈদা আফসার মৌমিতা। দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দেয়ায় মাশরাফিকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি, ‘শুভেচ্ছা ম্যাশ, শুভেচ্ছা টাইগার্স! সফলভাবে শ্রীলংকা সফর শেষ করার জন্য।’
প্রাইভেট কোম্পানিতে প্রোগ্রামার হিসেবে চাকরিরত আইরিন মাহমুদকে দেখা গেছে, সারাদিনই মাশরাফির বিভিন্ন ছবি আপলোড করতে এবং সাথে ক্যাপশনও দিতে। তবে ম্যাচ শেষে মাশরাফির জন্য ভালোবাসার সবটুকু উজার করে দিয়ে ক্যাপশন দিয়ে আইরিন লিখেন, ‘মাশরাফির জন্য হৃদয় নিঙরানো ভালোবাসা।’

টি-২০ ক্যারিয়ারের শেষ ম্যাচে জয়, সতীর্থদের সাথে দেশের অগণিত ভক্তদের পাহাড় সমান ভালোবাসা নিয়ে ছোট ফরম্যাট থেকে বিদায় নিলেন মাশরাফি। দশ বছরের টি-২০ ক্যারিয়ারে ম্যাশের সকল কষ্ট-বেদনা-সাফল্যেগুলোর পাশে আজীবন জীবিত থেকে যাবে আফরিন-নাইম-আইরিন-মৌমিতাদের মত অসংখ্য ক্রিটেপ্রেমিদের ভালোবাসাগুলো।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে