আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে পুলিশের ওপর হাতবোমা হামলার ঘটনাকে ছোট করে দেখা ঠিক হবে না। এটা জঙ্গিদের বড় ধরনের হামলার ‘টেস্ট কেস’ হতে পারে, প্রথমে পুলিশের ওপর হামলা হলেও পরে আক্রান্ত হতে পারেন মন্ত্রী-সংসদ সদস্যরাও।

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘টার্গেট নিঃসন্দেহে পুলিশ। হতে পারে এরা ছোটখাটো ঘটনা দিয়ে ‘টেস্ট কেস’ করতে চাচ্ছে, বড় ধরনের কোনো হামলা করার জন্য, তার পূর্বপ্রস্তুতিও হতে পারে।’

শনিবার রাতে রাজধানীর মিরপুর রোডের সায়েন্সল্যাব মোড়ে পুলিশ লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম ও স্থানীয় সরকারমন্ত্রীর নিরাপত্তা দলের অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)।

এ হামলা রাজনীতিবিদদের ওপর হুমকি কিনা- এমন প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, ‘আমি পুলিশের আইজি ও কমিশনারের সঙ্গে কথা বলেছি। তারা নিশ্চিত করেছেন, মন্ত্রী এখানে টার্গেট ছিল না। এ ধরনের ছোট ছোট ঘটনার মাধ্যমে জানান দিচ্ছে। এখন পুলিশ টার্গেট পরবর্তীতে মন্ত্রী-এমপিরা টার্গেট হবে না, এমন তো নয়, হতেও তো পারে।’

দেশে এখনও জঙ্গি তৎপরতা আছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘তা তো অবশ্যই আছে, দুর্বল হয়েছে, কিন্তু নিষ্ক্রিয় হয়েছে মনে করার কারণ নেই। এটা এখন পৃথিবীর সব দেশেই ঘটছে। তলে তলে প্রস্তুতি নিচ্ছে বড় ধরনের হামলার জন্য, আমার কাছে মনে হয়। পুলিশের ওপর তিন-চারটি হামলা টেস্ট কেইস হিসেবে নিতে পারে।

এর আগে মালিবাগে, গুলিস্তানে একই ধরনের ঘটনা ঘটেছে, রিমোট কন্ট্রোলড বোমা।’ এসব হামলার পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের নামে দায় স্বীকারের বার্তা এলেও তা উড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা। তবে দেশীয় জঙ্গিরা তা ঘটিয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। পুলিশ বলছে আইএস নেই।

কিন্তু পুলিশের ওপর হামলার পর আইএস এর দায় স্বীকার করছে- এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাস্তবে প্রমাণটা কীভাবে করব? আমাদের মোটরযান আইন বলতে কোনো আইন নেই। কিন্তু মোটরযান আইনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানো হচ্ছে যে এখানে জরিমানা বাড়ানো হয়েছে। আসলে তো এটা মোটরযান আইন না, এটা সড়ক পরিবহন আইন। আইএসের নামে অপপ্রচার চলছে কিনা সেটা ভেবে দেখার বিষয় আছে। বিষয়টি নিশ্চিত না হয়ে বলতে পারছি না।’

J/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে