uee_breten

বিডি নীয়ালা নিউজ(২৩ই জুন ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ শেষ মূহুর্তের প্রচারণা শেষ হয়েছে। কয়েক ঘণ্টা পরেই ব্রিটেন ২৮টি দেশের জোট ইইউর সঙ্গে থাকবে, নাকি ৪০ বছরের সম্পর্ক ছিন্ন করে একলা চলবে- সে প্রশ্নে প্রায় ৪৬ মিলিয়ন ভোটার গণভোটে রায় দেবেন।

তবে, এই গণভোট ঘিরে স্পষ্টত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে যুক্তরাজ্য।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনসহ দেশটির প্রধান রাজনৈতিক নেতারা ইইউতে থাকার পক্ষে।

তাদের যুক্তি, এতে করে দেশটি হবে আরো সমৃদ্ধ এবং থাকবে আরো নিরাপদ।

ballot_boxes
কয়েক ঘণ্টা পরেই শুরু হতে যাওয়া গণভোটের জন্য কেন্দ্রগুলোতে পৌছে গেছে ব্যালট বাক্স

অন্যদিকে, ইইউ-বিরোধীদের মত, দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে আনার এটাই মোক্ষম সময়।

এ নিয়ে ব্রিটেনের বাইরেও চলছে ব্যাপক আলোচনা।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইওঙ্কার সর্তক করে বলছেন, গণভোটের ফলে ইইউ থেকে একবার বিচ্ছিন্ন হয়ে গেলে সেটাই হবে চূড়ান্ত।

এদিকে, ব্রিটেন ইইউ-তে থেকে যাবে এমনটাই আশা জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলের।

স্থানীয় সময় শুক্রবার সকাল নাগাদ ভোটের ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।

 

 

bbc

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে