ডেস্ক রিপোর্ট : বিজ্ঞান মনস্ক তরুণদের মাঝে প্রযুক্তির আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১১টায় অন্নদা স্কুলে জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, পৌর মেয়র নায়ার কবীর, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ. এস. এম. শফিউল্লাহ, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, বিজ্ঞানই মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এখন বিজ্ঞানের যুগ, আমাদের জাতীয় জীবনে বিজ্ঞানের অবদান অপরিসীম। বিজ্ঞান ছাড়া এ যুগে আমাদের চলা অসম্ভব। বর্তমান সরকার বিজ্ঞানের ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে।

মেলায় ৪৮টি স্টল অংশগ্রহণ করেছে। স্টলগুলোতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের ক্ষুদে, তরুণ বিজ্ঞানীরা তাদের প্রতিভা বিকাশের মাধ্যমে স্ব-উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন।

বি/এস/এস/এন


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে