ডেস্ক রিপোর্ট : কেনিংটন ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আট ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছিলো বাংলাদেশ। তবে তামিম ইকবাল-মুশফিকুর রহিমের ১৬৬ রানের জুটির পরও ৩০৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের ব্যাটিং নিয়ে চিন্তিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

পরের ম্যাচেও বাংলাদেশ দলে আট ব্যাটসম্যান দেখা যাবে কিনা? এই প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘ইতোমধ্যে আমি এটা নিয়ে ভেবেছি। প্রতি ম্যাচেই আমাদের অনেক রান করতে হবে, এই বিষয়টা আপাতত পরিস্কার। এখনকার ক্রিকেটে ৩০০ রান বেশ ভালো সংগ্রহ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা আট ব্যাটসম্যান খেলবো কিনা তা নির্ভর করছে উইকেটের ওপর। যদি ওভালে একই ধরণের উইকেট থাকে তবে আমরা সেই সিদ্ধান্ত নিয়ে আবার ভাববো। ’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কে মাশরাফি বলেন, ‘ওয়ানডেতে আমরা অনেক উন্নতি করেছি। তবে দেশের বাইরে আরো ভালো করতে হবে। আমরা এখনো শিখছি। ব্যাটিংয়ের শেষ দিকে উন্নতি করার আরো জায়গা রয়েছে। শেষ দিকে ৩০ বেশি করতে পারলে তা আমাদের অনেক সাহায্য করবে। আশা করছি অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপ মুক্ত হয়ে খেলতে পারবো। এই ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিতেই মাঠে নামবো। ‘

ব/দ/প

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে