আন্তর্জাতিক ডেস্কঃ বায়ু দূষণ পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৪৩৭টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যাংকক গভর্নর এ নির্দেশ দিয়েছেন। 

নির্দেশনায় বলা হয়েছে, রাজধানী ২৬টি জোনকে দূষণ নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করা হয়েছে। ওই এলাকায় ব্যাংকক মেট্রোপলিটন এডমিনিস্ট্রেশনের অধীনে ৪৩৭টি স্কুল বুধবার দুপুর থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। দূষণ নিয়ন্ত্রণ বিভাগের একটি রিপোর্টের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, শহরের ভিতরে এবং চারপাশে ৩৯টি এলাকায় বাতাসে অনিরাপদ মাত্রায় পিএম ২.৫ মাত্রায় দূষণ রয়েছে।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে