ডেস্ক রিপোর্ট : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও, বলেছেন, ‘শিক্ষা ও গবেষণাসহ সকল বিষয়ে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হবে বিশ্ব মানের অন্যতম এক বিদ্যাপীঠ। এই বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও যুগোপযুগী হিসেবে বিশ্ব মানের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে যা করা প্রয়োজন সবই করা হবে।
তিনি আজ বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজে যোগদানকালে তার অফিস কক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে একথা বলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বিভিন্ন অনুষদ, বিভাগ ও দপ্তরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নব নিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান । এর আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর উপাচার্যকে ফুল দিয়ে বরণ করেন।
দায়িত্ব পালনের প্রথম দিনেই উপাচার্য ড. কলিমউল্লাহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস ছাড় করেন। একই সাথে নয়টি বিভাগের মোট ১৫টি ব্যাচের পরীক্ষার ফলাফল প্রকাশের অনুমোদনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলে তিনি স্বাক্ষর করেন।
পরে আজ বিকেল তিন টায় উপাচার্য পীরগঞ্জের ফতেপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধীস্থলে পুষ্পার্ঘ্য অর্পন করেন এবং ড. এম এ ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দেশবাসীর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম কাম-খতিব রকিব উদ্দিন আহম্মেদ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের গ্রেড-১ প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রেষণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১ জুন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ এর ১০ (১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাঁকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

বি/এস/এস/এন


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে