ডেস্ক রিপোর্টঃ তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দেশে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করে জঙ্গি ও যুদ্ধারাধীদের বাঁচানোর ষড়যন্ত্র কখনো সফল হবে না।
তিনি বলেন, দেশ ও দেশের গণতন্ত্র সংবিধানের পথেই থাকবে, যথাসময়েই জাতীয় নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জঙ্গি ও যুদ্ধাপরাধীদের সাথে কোন আপোষ হবে না।
তথ্যমন্ত্রী আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরুদ্ধে এখনো প্রকাশ্য ও অপ্রকাশ্য যুদ্ধ পরিচালনা করছে। অতীতের মতো বাঙ্গালী জাতি কখনো তাদের সাথে আপোষ না করে তাদের নির্মূল করবে।
হাসানুল হক ইনু আজ সকালে রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে দখলদার পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধের সূচনাসহ অগ্নিঝরা মার্চের ঐতিহাসিক ঘটনাবলীর স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাসদ স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি এড. হাবিবুর রহমান শওকত, শফি উদ্দিন মোল্লা ও যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আকতার।
হাসানুল হক ইনু এমপি বলেন, বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার হাজার বছরের স্বপ্ন ও সংগ্রামের চূড়ান্ত পর্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ।
তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধকে নিছক সামরিক যুদ্ধ বা ভারত-পাকিস্তানের বিরোধ হিসাবে চিহ্নিত করে তারা বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসকে অস্বীকার করে, বাঙালিত্বের গৌরব অহংকারকেও অস্বীকার করে।
তথ্যমন্ত্রী আরো বলেন, যারা বাঙালি পরিচয়ে গর্ববোধ করেনা, তারাই পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ, চৈত্র সংক্রান্তি, হালখাতা, বাংলা ভাষা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে