dimond

বিডি নীয়ালা নিউজ(২৯ই জুন ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় হিরকখন্ড আজ লন্ডনে নিলামে তোলা হবে।

এক হাজার ১০৯ ক্যারাটের এই হীরকখন্ডটি আকারে একটি টেনিস বলের সমান।

গতবছর বোতসোয়ানার এক খনিতে এটি পাওয়া যায়।

বিশ্বে এতবড় হীরকখন্ড এর আগে কখনো নিলামে তোলা হয়নি।

নিলামে এটির দাম সাত কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিলামে বিক্রির অর্থ থেকে ষাট শতাংশ পাবে বোতসোয়ানার সরকার।

বিশ্বে এর আগে পর্যন্ত সবচেয়ে বড় হিরকখন্ড যেটি ছিল, সেটি পাওয়া যায় ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার এক খনিতে। সেটিকে অবশ্য কেটে নয়টি খন্ডে ভাগ করা হয়।

এর মধ্যে সবচেয়ে বড় খন্ডটির নাম ‘গ্রেট স্টার অব আফ্রিকা’, যেটি এখন শোভা পাচ্ছে টাওয়ার অব লন্ডনে রক্ষিত রাণির রাজদন্ডে।

 

 

bbc

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে