asadujjaman

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ বৃষ্টি উপেক্ষা করে নীলফামারী ২ আসনের সংসদ সদস্য সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর রবিবার কিশোরগঞ্জ উপজেলার কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
নীলফামারীর কিশোরগঞ্জে সকাল ১১টা থেকেই মুশলধারে বৃষ্টি হচ্ছিল। কিশোরগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন দুর্গামন্দিরে দুপুর ১টায় জনসভা করার সিডিউল থাকলেও এতে বৃষ্টি বাঁধ সাধে।নির্ধারিত সময়ের ১ ঘন্টা পরে আসেন মন্ত্রী আসাদুজ্জামান নুর। কিশোরগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন দুর্গামন্দির কমিটির সভানেত্রী অনিতা রানী রায়ের বাড়ীতে উপস্থিত হয়ে সকলের সাথে কুশল বিনিময় করেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন পুজা কমিটির নেতৃবৃন্দ। পরে তিনি কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি ও কিশোরগঞ্জ ডায়াবেটিস হাসপাতলে পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, সরকার গোটা দেশে প্রতিটি সেক্টরে যখন উন্নয়ন করছে, তখন স্বাধীনতার বিরোধী শক্তি দেশে অরাজকতা সৃষ্টি করে উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করছে। তিনি দেশের স্বাধীনতাকামী সকল মানুষকে একতাবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখবার উদাত্ত আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী ও স্থানীয় আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে