ডেস্ক রিপোর্টঃ দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রবিউল হক জানান, বৃহস্পতিবার সাকাল থেকে নৌ-পুলিশের দুটি টিম ফের অনুসন্ধান শুরু করেছে।

বুধবার দুপুরে সেতু থেকে ওই তরুণ-তরুণী বুড়িগঙ্গা নদীতে লাফিয়ে পড়েন। গভীর রাত পর্যন্ত অনুসন্ধান করে তাদের খোঁজ মেলেনি। তাদের পরিচয় জানা যায়নি।

এসআই রবিউল বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল গভীর রাতে প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত করে।

“এরপরও নৌ-পুলিশের দুটি দল ফতুল্লা থেকে পোস্তগোলা পর্যন্ত অনুসন্ধান অব্যাহত রাখে। রাতের পালা শেষ হলে সকালের পালায় যোগ দিতে আসা নৌ-পুলিশ দল আবার অনুসন্ধান শুরু করে।”

ফায়ার সার্ভিসের ডুবুরিদলও দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে আসবে বলে জানান এসআই রবিউল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রবিউল জানান, বুধবার দুপুরে মাঝ সেতুতে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণ-তরুণী। এক পর্যায়ে প্রথমে তরুণী ও পরে তরুণ সেতু থেকে বুড়িগঙ্গায় লাফিয়ে পড়েন।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে; পরে পুলিশে খবর দেয় বলে তিনি জানান।

নিখোঁজ তরুণী লাল সেলোয়ার-কামিজ এবং তরুণ সাদা শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

B/D/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে