8-Most-Dangerous_citys

বিডি নীয়ালা নিউজ(৪ই এপ্রিল১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ ছোট ছোট শহর ছেড়ে আধুনিক সুযোগ-সু্বিধে, বিলাসবহুল জীবনযাপন আর কর্মসংস্থানের সন্ধানে বিশ্বের সেরা শহরগুলিতে পাড়ি জমাচ্ছেন অনেকেই। কিন্তু সেই সমস্ত বড় বড় শহরগুলিতেই নাকি অপরাধমূলক কার্যকলাপ সবচেয়ে বেশি হয়। বিশ্বের এমন প্রথম আটটি ভয়ানক শহর কোনগুলি তা দেখে নিন-

ভেনেজুয়েলার কারাকাস: শহরটি নাকি বিশ্বের সব চাইতে ভয়ানক শহরের তালিকা’র শীর্ষে রয়েছে। এই শহরে খুনের হার প্রতি এক লক্ষতে ১১৯ জন। কারাকাসের রাস্তায় দুষ্কৃতীদের হামলা ঘটনা খুব বেশি।

হন্ডুরাসের সান পেদ্রো সুলা: শহরটিতে খুনের হার প্রতি এক লক্ষে ১১১ জন।
এই শহরের সব থেকে বড় সমস্যা হল বেআইনি অস্ত্রের কারবার।

মেক্সিকোর আকাপুল্কো: নারকীয় হত্যালীলার জন্য সব সময়েই শিরোনামে থাকে মেক্সিকোর আকাপুল্কো। এখানে খুনের হার প্রতি এক লক্ষতে ১০৪ জন।

ভেনেজুয়েলার মাতুরিন: শহরে নিষিদ্ধ মাদক পাচারের ঘটনা আকছার হয়।
প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ৮৬ জন খুন হন এখানে।

হন্ডুরাসের ডিস্ত্রিতো: এই সেন্ট্রাল শহরের রাস্তায় হামেশাই অপরাধমূলক
কার্যকলাপ হয়। এখানে খুনের হার প্রতি এক লক্ষতে ৭৪ জন।

ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়াঃ এই শহরটিও ভয়ানক শহরের তালিকায়
সপ্তম স্থানে রয়েছে। এই শহরটিতে খুনের হার প্রতি এক লক্ষতে ৭২জন।

কলোম্বিয়ার পালমিরাঃ শহরটিতে বিভিন্ন জঙ্গি সংগঠন মাথা চাড়া
দিয়ে উঠছে। ভয়াবহতার দিক থেকে এই শহর অষ্টম স্থানে রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে