asadujjaman

নীলফামারী প্রতিনিধিঃ জেলার সদর উপজেলা পলাশবাড়ি ইউনিয়নের কিসামত ভুটিয়াপাড়া গ্রামে ১৫৪টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।

ভুটিয়াপাড়া কালিরবাজারে এ উপলক্ষে অনুষ্ঠিত এক সমাবেশে পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী এসএম হাসনাত হাসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দীন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা মহিলা যুবলীগের সভাপতি আরিফা সুলতানা, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুর রহমান রিন্টু প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র মতে, ওই গ্রামে ১৯০ পরিবার বিদ্যুতের সুযোগ পাবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৫৪টি পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে